বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আজকের বৈঠকটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কি কারণে আজকের বৈঠকটি স্থগিত করা হয়েছে তা জানাননি তিনি।
শায়রুল কবির বলেন, অনিবার্য কারণবশত আজ সন্ধ্যা সাড়ে ৬টার পূর্বনির্ধারিত ২০-দলীয় জোটের বৈঠকটি স্থগিত করা হয়েছে।
পরে যে কোনো সময়ে এ বৈঠক ডাকা হবে।