প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ছিল রিয়া চক্রবর্তী। তার মৃত্যুর পরে, তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং এমনকি অভিনেত্রীর জন্য মাদক কেনার অভিযোগে এক মাসের জেল হয়েছিল। এই ঘটনার পর বেশ কিছুদিন লাইমলাইট থেকে দূরে ছিলেন তিনি। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জীবন পালটে যায় অভিনেত্রীর। এরমধ্যে নতুন খবরের শিরোনামে এলেন এ গ্ল্যামারকন্যা। কারণটা সুশান্ত সিং রাজপুত নন। ‘জিরোধা’র প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে সম্পর্কে জড়ালেন তিনি। শোনা যাচ্ছে, শেষ পর্যন্ত নিজেদের সম্পর্ক আনুষ্ঠানিক করার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। এর আগে দিল্লির শিল্পপতি নিখিল কামাথের সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের প্রেমের খবর শোনা যায় চলতি বছরের গোড়ার দিকে। ৯০০০ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক নিখিল কামাথ ভারতের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের একজন।