মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে বেলাল ঢাকায় বিয়ে করে পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন। জাহিদুলের পরিবার যুক্তরাষ্ট্র থাকলেও গত তিন-চার মাস আগে দুই দফা পাবনার বাড়িতে এসেছিলেন তিনি।
মিয়া জাহিদুল ইসলাম আরেফীর প্রতিবেশী হাদুল মিয়াসহ আশাপাশের লোকজন এসব এতথ্য জানান।
প্রতিবেশীরা জানান, জাহিদুলরা ১০ ভাই-বোন। তার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া। বাবা পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে পাবনা পৌর এলাকার শায়েস্থা খাঁ এলাকায় জমি কিনে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করতেন। পরে সবাই আমেরিকা চলে যান। গত বছরের কোরবানির ঈদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা এখানে (পাবনার বাড়িতে) এসেছিলেন তিনি। আমাদের সঙ্গে কথা বলেছেন। ঢাকায় বিয়েও করেছেন এবং ঢাকাতেই থাকার চিন্তা করেছিলেন। তবে তার ব্যবহার-আচার খুবই ভালো।
এর আগে, শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হওয়ার পর দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয়ে ইংরেজিতে বক্তব্য দেন মিয়া জাহিদুল আরেফী। তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ কোন কোন ব্যক্তি বার্তা পাঠিয়েছেন, সে তথ্য তুলে ধরেন। তবে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র সরকারের কেউ না।’ এর ফলে এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।