• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

সাপটাকে ভেজে খেতে ইচ্ছে করেছিল ওমর সানীর,

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

পাহাড়ি এলাকা বান্দরবানে সিনেমার শুটিংয়ে গিয়ে রবিবার সাপের দংশনের শিকার হন চিত্রনায়ক ওমর সানী। যদিও তেমন কোনো সমস্যা হয়নি। ঢাকায় ফিরে অভিনেতা গণমাধ্যমকে জানালেন, সাপটিকে তার ভেজে খেয়ে ফেলতে ইচ্ছে করেছিল।

হাসতে হাসতে ওমর সানী বলেন, ‘শুরুতে ভয় পেয়েছিলাম। পরে দেখি ছোট সাইজের পাহাড়ি সাপ। দেখে মনে হলো, সাপটাকে ভেজে খেয়ে ফেলি।’

ওমর সানী জানান, সাপে কাটার পর স্থানীয় চিকিৎসক এবং শুটিংয়ের লোকজন তাকে খুব সহযোগিতা করেছেন। সবাই নিশ্চিত করেছেন, এই সাপে কাটলে তেমন কিছু হয় না। বিষধর কোনো সাপ নয় এটি।

সাপে কাটার পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই অভিনেতাকে। এরপর নেওয়া হয় চিকিৎসকের কাছে। শুকরিয়া জানিয়ে সানী বলেন, ‘আলহামদুল্লিল্লাহ। আমি ভালো আছি, সুস্থ আছি। সবাই দোয়া করবেন আমার জন্য।’

জানা গেছে, রবিবার বান্দরবানের পাহাড়ি এলাকায় চলছিল মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘ডেডবডি’ সিনেমার শুটিং। সেখানে অন্যতম একটি চরিত্রে রয়েছেন ওমর সানি। রবিবার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে দুর্ঘটনা।

এদিন বিকালে ইকবাল গণমাধ্যমকে জানান, ‘দুপুর ১২টায় আমরা পাহাড়ে শুটিং করছিলাম। হঠাৎ করেই সবুজ রঙের একটি সাপ কামড় দেয় ওমর সানীকে। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের কাছে নেয়া হয়।’

প্রসঙ্গত, ঢাকায় প্রথম লটের শুটিং শেষে গত সপ্তাহে বান্দরবনে শুটিং শুরু হয়েছে ‘ডেডবডি’র। ওমর সানি ছাড়াও এতে অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ