প্রশ্ন: কিছুদিন আগে আমার মায়ের ইন্তিকালের পর আমার পিতা এক বিধবা নারীকে বিবাহ করেন। তার ১৮ বছরের এক মেয়ে আছে। সে এখন আমাদের বাড়িতেই থাকে। সম্প্রতি ওই মেয়ের মামা চাচ্ছেন আমার সঙ্গে তাকে বিয়ে দিতে। আমি কি তাকে বিবাহ করতে পারব?
উত্তর: মেয়েটির পিতা-মাতা যেহেতু ভিন্ন তাই আপনি তাকে বিবাহ করতে পারবেন। কারণ মেয়েটি আপনার মাহরাম নয় এবং তার সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই। -ফাতহুল কাদির : ৩/১২০