• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

তিন দিনের অবরোধ

বিএনপির অবরোধে করণীয় নিয়ে আ.লীগের যৌথসভা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

বিএনপির টানা তিন দিনের অবরোধকালে নিজেদের করণীয় নির্ধারণ করতে যৌথসভায় বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে দলটির নেতারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা এ যৌথসভায় আমন্ত্রণ পান।

এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্ব করছেন।

সূত্র জানিয়েছে, এ বৈঠক থেকে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ ও মাঠে বিএনপিকে মোকাবিলায় নিজেদের কৌশল নির্ধারণ করা হবে। বৈঠকে কেন্দ্রীয় নেতারা শাখা নেতাদের এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ