অজেয় চৌধুরী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু এবার বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক সংস্থার গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন। আন্তর্জাতিক সংস্থাটির নাম ‘রিলিফ ইন্টারন্যাশনাল’। এরমধ্যে এই সংস্থার হয়ে রোহিঙ্গাদের ক্যাম্পেও গিয়েছেন তিনি। সেখানে গিয়ে তিনি অসহায় রোহিঙ্গাদের পাশে থাকার জন্য দল-মত-শ্রেণি নির্বিশেষ সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় এক প্রাপ্তি। এই প্রাপ্তি অনেক সম্মানের, ভালোলাগারও বটে। একজন শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমনিতেই আমার অনেক কাজ করা উচিত বলে মনে করি। কিন্তু তারপরও একটি আন্তর্জাতিক সংস্থা আমাকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছেন সামাজিক কাজগুলোতে মানুষের পাশে থাকার জন্য, সচেতনতা সৃৃষ্টির জন্য—এটা আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি আমার সাধ্যমতো এই সংস্থার হয়ে নিবেদিত হয়ে কাজ করে যাব।’ সুমাইয়া শিমু জানান আপাতত তিনি এই সংস্থাটির হয়ে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন। তবে কতদিন তা নিয়মিত করে যাবেন, সেটার নির্ধারিত কোনো সময় নেই। এদিকে এরমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. আফসার আহমেদের অধীনে সুমাইয়া শিমু ‘শিক্ষা ও আর্থ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশে টেলি-প্লে অভিনয়ে নারীর ভূমিকা’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। শুধু মৌখিক পরীক্ষা তার বাকি রয়েছে। গেল ঈদে শিমু অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে সালাহ উদ্দিন লাভলুর ঈদ ধারাবাহিক ‘মনসুর মালা’, এস এ হক অলিকের ‘স্বঘোষিত গোয়েন্দা’, ‘লাভ ম্যারেজ উইথ অ্যারেঞ্জ ম্যারেজ’।