গত ৬ অক্টোবর শুরু হওয়া গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সবের আজ ৭ম দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’।
দক্ষিণাঞ্চলের লোকগাঁথা অবলম্বনে পালাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন হূদি হক। নাটকটিতে তিনি বানেছা পরী চরিত্রে অভিনয়ও করছেন। লোকজ গল্প নিয়ে ঢাকার মঞ্চে এর আগে আরও অনেক নাটক এলেও নাগরিক নাট্যাঙ্গনের কর্মীদের কাছে এ অভিজ্ঞতা প্রথম। লোকগাঁথাটির পুনঃকথন করা হয়েছে। মানুষের মনের খুব গভীরে পৌঁছানোর অভিপ্রায়ে লোকগাঁথাকে বেছে নিয়েছে নাগরিক নাট্যাঙ্গন। এই প্রযোজনায় দলের ৬০ জন নাট্যকর্মী কাজ করছে। লোকজধারা ঠিক রেখে কিছুটা আধুনিকতার মিশেল আছে নাটকটিতে। গিলামাইট বনে বিশ্বিং বাদশার শিকার করতে যাওয়ার মাধ্যমে গল্প শুরু হয়। শিকারের এক পর্যায়ে হরিণ শাবকের দিকে তীর ছোঁড়েন বাদশা। মানব সন্তানের কান্নায় তিনি বুঝতে পারেন, চরম ভুল হয়ে গেছে। অভিশাপ নিয়ে রাজ্যে ফেরেন তিনি। এরমধ্যে পুত্র সন্তান ঘরে আসে তার। রাজ্যজুড়ে যখন আনন্দের বন্যা, বাদশার মনে সন্তান হারানোর ভয়। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম, সঙ্গীত পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রনি। আলো পরিকল্পনা ঠান্ডু রায়হান, কোরিওগ্রাফি ওয়ার্দা রিহাব এবং পোশাক পরিকল্পনা মাহমদুল হাসানের।