ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় হাসপাতালে আক্রমণ চালিয়েছে সেই একই কায়দায় বিএনপি পুলিশ হাসপাতালে আক্রমণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি রোগীবাহী অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিএনপি হায়েনার চেয়েও হিংস্র। তাদের বিরুদ্ধে জনগণকে লড়তে হবে। পাক-বাহিনীকে যেভাবে প্রতিহত করা হয়েছিল, ঠিক একইভাবে বিএনপিকেও প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, ২৮ অক্টোবরের হামলাই প্রমাণ করে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী হয়ে গেছে। আমরা জানি তাদের কীভাবে মোকাবিলা করতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নৈতিক দায়িত্ব।
আওয়ামী লীগের এই নেতা বলেন, পুলিশের সাউন্ড গ্রেনেডে বিএনপির সমাবেশ মাত্র ১০ মিনিটেই শেষ। তারা নাকি আবার সরকারকে ক্ষমতা থেকে নামাবে? তাদের রাজনীতি হলো অপরাধনীতি।
এ সময় সরকার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সাহায্য করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের কর্মসূচিগুলোতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, তবুও তারা হিংস্র আচরণ দেখিয়েছে।
সেমিনারে ব্রিগেড ৭১ এর আহ্বায়ক রাজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বীর প্রতীক লেঃ কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।