নারায়ণগঞ্জে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে তোলারাম কলেজের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি তোলারাম কলেজ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে আবার চাষাঢ়ায় এসে শেষ হয়।
মিছিল থেকে অবরোধ ও নাশকতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় এবং নাশকতা প্রতিরোধে ছাত্রলীগের রাজপথে থাকার ঘোষণা দেওয়া হয়।