চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। বিপরীতে কেডিএস এক্সসরিজ এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের মুনাফা আগের বছরের তুলনায় কমেছে।
রোববার (১২ নভেম্বর) কোম্পানি তিনটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।
নাহি অ্যালুমিনিয়াম
ডিএসই জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১৮ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। মুনাফা বাড়ার পাশাপাশি কোম্পানিটির সম্পদের পরিমাণও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা, যা তিন মাস আগে অর্থাৎ জুন শেষে ছিলো ১৯ টাকা ৬ পয়সা।
কেডিএস এক্সসরিজ
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৭০ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা ২০ পয়সা কমেছে। মুনাফা কমলেও কোম্পানিটির সম্পদের পরিমাণ বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৬৩ পয়সা, যা তিন মাস আগে অর্থাৎ জুন শেষে ছিলো ২৬ টাকা ১৩ পয়সা।
ইনফরমেশন সার্ভিসেস
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি মুনাফা ৫ পয়সা কমেছে। মুনাফা কমলেও কোম্পানিটির সম্পদের পরিমাণ বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩ টাকা ২ পয়সা, যা তিন মাস আগে অর্থাৎ জুন শেষে ছিলো ২ টাকা ৯৩ পয়সা।