দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিকে, আগামীকাল তফশিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশজুড়ে সতর্ক অবস্থানে থাকার ঘোষণাও দিয়েছে দলটির তৃণমূল নেতাকর্মীরা।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নেন। বৈঠক সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে আনন্দ মিছিল করার জন্য সাংগঠনিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে ঢাকাসহ সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের।
নির্বাচনের তফশিল ঘোষণার পরে দেশজুড়ে বিএনপি অরাজকতা করতে পারে। তাই রাজধানীসহ দেশজুড়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।তফশিল ঘোষণার পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ও ওয়ার্ডে মিছিল করবে বলে জানা যায় দলীয় সূত্রে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, তফশিল ঘোষণা হলে বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করবে নেতাকর্মীরা।
তফশিল ঘোষণার পর আনন্দ মিছিল করবে বলে ঘোষণা দিয়েছে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপ-দফতর সম্পাদক সায়েম খান।