নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ঠিক না করে তফসিল ঘোষণা না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
দলের মহাসচিব কারাগারে থাকা অবস্থায় সংলাপ কার সাথে কে করবে, এই প্রশ্ন তুলে তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপি নেতারা জানান, আন্দোলন চলছে চলবে। তবে এরপরের কর্মসূচী কি হবে, তা নীতিনির্ধারকরা ঠিক করবেন বলে জানিয়েছেন তারা।
এর আগে গতকাল মঙ্গলবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার জন্য বিরোধী দলের দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৪২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।