ভারতীয় সিনেমায় কালজয়ী গান ‘কারার ওই লৌহ কপাট’-এর সুর বিকৃতির অভিযোগে তীব্র প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই গানের সুর বিকৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশবরেণ্য নজরুল সংগীতশিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
তারা বলেন, এই গানের বিকৃত উপস্থাপনার প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুর বিকৃতির প্রতিবাদে আলোচনা ও প্রতিবাদ সভায় এসব কথা বলেন দেশবরেণ্য শিল্পীরা। সভার আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। আলোচনা সভায় সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান বলেন, কাজী নজরুল ইসলামের এত সুন্দর একটি কালজয়ী গান, সেই গানটি শুধু গান ছিল না। এই গানটি একটি জাতীয় সম্পদ, এই গানটি নিয়ে এ আর রহমানের নাড়াচাড়া করা উচিত হয়নি।