টানা দুই হারে পয়েন্ট টেবিলে এক সময় তলানিতে ছিল অস্ট্রেলিয়া। আর এক ম্যাচ হাত ফসকে গেলেই বিশ্বকাপ স্বপ্নও বিলীন হতে পারতো। আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েল বীরত্বে অবিশ্বাস্য জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল প্যাট কামিন্সের দল। শেষমেশ সেমির বাধা টপকে ফাইনালে স্বাগতিক ভারতকে স্তব্ধ করে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতেছে অজি বাহিনী।
অজিরা প্রথমবার বিশ্বমঞ্চে সেরা হয়েছিল ১৯৮৭ সালে। এরপর টানা তিনবার ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সদ্য সমাপ্ত আসরের আগে ২০১৫ বিশ্বকাপ ঘরে তুলেছিল ক্যাঙ্গারু বাহিনী।