বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে আজ রাতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বাংলাদেশ সফরে তারা দুইটি টেস্ট ম্যাচ খেলবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আজ রাত দশটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে কেইন উইলিয়ামসনদের।
৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ও ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল।
ইতোমধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে চমক হিসেবে ডাক পেয়েছেন হাসান মুরাদ ও হাসান মাহমুদ। লিটন না থাকায় দলে উইকেটরক্ষক হিসেবে ফেরানো হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান। অন্যদিকে বাংলাদেশ সফরের জন্য প্রথমে ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। কিন্তু পরে সেই দলে পরিবর্তন আনেন। ভারত বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি। যার ফলে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তার বদলে স্কোয়াডে ডাকা হয়েছে পেসার নিল ওয়াগনারকে।
বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
নিউজিল্যান্ড স্কোয়াড– টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।