জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আজ আসছেন এনটিভির দর্শকপ্রিয় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানে। দেশের নামী তারকাদের নিয়ে এই অনুষ্ঠানে তারকার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় একজন চলচ্চিত্র সাংবাদিককে। তারকা আর সাংবাদিক তাদের কর্মজীবন, ব্যক্তিজীবনসহ নানা বিষয়ে কথা বলেন। এবারের পর্বে সাংবাদিক হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চলচ্চিত্র সাংবাদিক আলাউদ্দীন মাজিদ। অনুষ্ঠানে অপু বিশ্বাস ও আলাউদ্দীন মাজিদ তুলে ধরেছেন মজার সব বিষয়।
পারিয়া লিমার উপস্থাপনা ও কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনা এবং নাইস নূরের তত্ত্বাবধানে নির্মিত ‘রঙিন পাতা’র এই পর্বটি প্রচার হবে আজ রাত ৯টায় এনটিভিতে।