যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির চেক গাইবান্ধায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
গাইবান্ধা জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কৃষকলীগের জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্লাব ও সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাইবান্ধায় খেলাধূলায় অবদান রাখার জন্য বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে ১৪ জন খেলোয়াড়কে অনুদান হিসেবে ২ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।