• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

এএফসির তারকা পারফর্মারের তালিকায় মোরসালিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
লেবাননের বিপক্ষে মোরসালিনের গোল

প্রশংসার পর প্রশংসায় ভাসছেন শেখ মোরসালিন। বাংলাদেশের কোচ, সতীর্থ ও ভক্তরা কেবলই তার সুনাম করে যাচ্ছেন। বসুন্ধরা কিংসের ১৮ বছর বয়সী স্ট্রাইকার এবার বিশ্বেরও নজর কাড়লেন। এএফসির ওয়েবসাইটে তারকা পারফর্মারদের তালিকায় মোরসালিনের নাম উঠেছে, যেখানে আছেন কোরিয়ার সন হিউং মিন, আমিরাতের আলি মাবখৌত, ইরানের মেহদী তারেমির মতো তারকারা।

লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় মোরসালিনের গোলে হার এড়ায় বাংলাদেশ। বিশ্বকাপ ও এএফসি বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ওই গোলে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিনিয়ে আনে তারা।

গত এপ্রিলে সবাইকে অবাক করে জাতীয় দলে ডাক পান মোরসালিন। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। দুটি গোল ও একটি অ্যাসিস্ট ছিল তার। সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে তার গোল চারটি।

এই প্রতিভাবান তরুণ তার ১৮তম জন্মদিনে এএফসির বিশেষ তালিকায় জায়গা পেয়ে গেলেন। মোরসালিনকে নিয়ে তারা লিখেছে, ‘বাংলাদেশ তাদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের কাছে ১-০ গোলে পিছিয়ে ছিল, তখন ১৭ বছর বয়সী শেখ মোরসালিন তার ডানপায়ের শটে মোস্তফা মাতারকে পরাস্ত করে বিশ্বের সামনে নিজেকে তুলে ধরেন এবং ঢাকায় স্বাগতিকদের গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন।

সেখানে আরও লেখা হয়েছে, ‘বসুন্ধরা কিংসের তরুণ তারকা এই বছরের শুরুতে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত হন। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে দুটি গোল ও একটি অ্যাসিস্টে তার দেশকে সেমিফাইনালে তোলেন। এই বৈচিত্রময় অ্যাটাকার অবশ্যই এমন একজন, যার প্রতি অবশ্যই বছরের পর বছর নজর রাখা যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ