কয়েক মৌসুম ধরেই রানের ফল্গুধারা বইছে নাঈম ইসলামের ব্যাটে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর (২০১৪ সাল) থেকে রানের মিছিলে নীরবে জবাব দিয়ে যাচ্ছেন নাঈম। কিন্তু তার দুর্ভাগ্য যে, এমন ঈর্ষণীয় ধারাবাহিকতাও নির্বাচকদের মন ভরাতে পারছে না। আগের দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন নাঈম। গতকাল ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনে এ ডানহাতি ব্যাটসম্যান তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
ঢাকা বিভাগের বিপক্ষে ৩০ বছর বয়সী নাঈম খেলেছেন ২১৬ রানের ইনিংস। গতকাল এনসিএলে সেঞ্চুরি হয়েছে আরো তিনটি। রংপুরের আরিফুল হক, খুলনার জিয়াউর রহমান ও রাজশাহীর মিজানুর রহমান সেঞ্চুরি করেছেন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে এক ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরিতে ঢাকা বিভাগের বিপক্ষে রানের শৃঙ্গ গড়েছে রংপুর। গতকাল আট উইকেটে ৫৬০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে রংপুর। লাঞ্চের পর ৩৪১ বলে নাঈম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। ২১৬ রান (২৩ চার, ৫ ছয়) করে আউট হন তিনি। পরে আরিফুল হকের চতুর্থ সেঞ্চুরিতে রংপুরের রান পাঁচশ’ ছাড়িয়ে যায়। আরিফুল অপরাজিত ১০০ রান করেন। ঢাকার পক্ষে শুভাগত তিনটি, তাইবুর পারভেজ দুটি উইকেট নেন। শেষ বিকালে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে এক উইকেটে ৫৪ রান তুলেছে ঢাকা। রনি তালুকদার ২১, মিনহাজ খান ৩ রানে অপরাজিত রয়েছেন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে পাহাড়সম স্কোর গড়েছে খুলনা। গতকাল আট উইকেটে ৫১১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে খুলনা। সপ্তম সেঞ্চুরি করা জিয়াউর রহমান ১৫২ রান (১১ চার, ৬ ছয়) করে অবসরে যান। নাহিদুল ৫৩, মইনুল ৩৭ রান করেন। বরিশালের সোহাগ গাজী চারটি, সালমান দুটি করে উইকেট পান। পরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চার উইকেটে ৯৪ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। সালমান ৫৩, ফজলে রাব্বি ৩০ রান করেন। নুরুজ্জামান ৩, মইনুল শূন্য রানে ব্যাট করছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়েছে সিলেট। রাজিন সালেহ ৪২, এজাজ ৪৬, আবু জায়েদ ২৭, খালেদ আহমেদ অপরাজিত ২০ রান করেন। ঢাকা মেট্রোর সৈকত আলী, নিহাদুজ্জামান ও শরীফউল্লাহ তিনটি করে উইকেট নেন। পরে প্রথম ইনিংসে আট উইকেটে ২৩১ রান তুলে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। মার্শাল আইয়ুব ৯৮, আশরাফুল ৪০, শামসুর রহমান ৩১, শরীফউল্লাহ ১৬ রান করেন। জাবিদ হোসেন ১০, ডলার মাহমুদ ৫ রানে ব্যাট করছেন। সিলেটের এনামুল জুনিয়র ৭৭ রানে পাঁচ উইকেট পেয়েছেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ২২৯ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী। ষষ্ঠ সেঞ্চুরি করা মিজানুর ১০২ রান (১৩ চার, ২ ছয়) করেন। নাইটওয়াচম্যান দেলোয়ার হোসেন ৬২ রান করেন। ফরহাদ হোসেন ৮ ও তৌহিদ হূদয় ১৭ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা-বরিশাল
খুলনা: ৫১১/৮ ডি., ১৪০.৪ ওভার (জিয়াউর রহমান ১৫২* (অবঃ), রবিউল ইসলাম রবি ১১৪, নাহিদুল ৫৩, মইনুল ৩৭, রাজ্জাক ১২; সোহাগ গাজী ৪/১৪৮, সালমান ২/৭২, মঈন ১/৫১, ফজলে রাব্বি ১/৩৩)
বরিশাল: ৯৪/৪, ৩৭ ওভার (সালমান ৫৩, ফজলে রাব্বি ৩০, নুরুজ্জামান ৩*, মঈন খান ০*; রাজ্জাক ১/১৩, নাহিদুল ১/১৭)
রংপুর-ঢাকা
রংপুর: ৫৬০/৮ ডি., ১৪৭.২ ওভার (নাঈম ইসলাম ২১৬, আরিফুল হক ১০০*, ধীমান ঘোষ ১৫, মাহমুদুল হাসান ১২, রবিউল হক ৮*; শুভাগত ৩/১২৫, তাইবুর পারভেজ ২/৫৭)
ঢাকা: ৫৪/১, ২৯ ওভার (রনি তালুকদার ২১*, মিনহাজ খান ৩*, আব্দুল মজিদ ২৫; আব্দুর রহমান ১/১১)
ঢাকা মেট্রো-সিলেট
সিলেট: ৩১৯, ১১০.২ ওভার (এজাজ ৪৬, রাজিন ৪২, আবু জায়েদ ২৭, খালেদ আহমেদ ২০*; সৈকত আলী ৩/৫৩, শরীফউল্লাহ ৩/৭৭, নিহাদুজ্জামান ৩/১০১)
ঢাকা মেট্রো: ২৩১/৮, ৬২ ওভার (মার্শাল আইয়ুব ৯৮, আশরাফুল ৪০, শামসুর রহমান ৩১, শরীফউল্লাহ ১৬, জাবিদ হোসেন ১০*, ডলার মাহমুদ ৫*; এনামুল জুনিয়র ৫/৭৭)
চট্টগ্রাম-রাজশাহী
চট্টগ্রাম: ২৬০
রাজশাহী: ২২৯/৫, ৬৯ ওভার (মিজানুর ১০২, দেলোয়ার ৬২, জুনায়েদ ১২, ফরহাদ হোসেন ১৭*, তৌহিদ হূদয় ১৪*; ইফতেখার সাজ্জাদ রনি ১/৪৭, হাসান মাহমুদ ১/৫১ সাখাওয়াত ১/৫১, মেহেদী হাসান রানা ১/৫৪)