• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:

বগুড়ায় শেষ হল দুই দিনব্যাপী কবি সম্মেলন

আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হল বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলন। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে (শনিবার) সম্মাননা পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাভাষার প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার, কবি-সাংবাদিক নাসির আহমেদ, অভিনেতা-লেখক খায়রুল আলম সবুজ, কবি বজলুল করিম বাহার ও কবি আরিফুল হক কুমার। সাংবাদিক জেএম রউফের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক কাজী রাফি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। এ বছর সম্মাননাপ্রাপ্ত চারজন হলেন কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সালেহা চৌধুরী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় গাজী লতিফ এবং সাংবাদিকতায় প্রদীপ মোহন্ত। সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয়, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
দিনের প্রথম সেশনে কবি মামুন রশীদের প্রবন্ধ ‘সাহিত্য সাময়িকী : প্রেক্ষিত বর্তমান সময়’ শীর্ষক সেমিনার কবি কামরুল বাহার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কবি-সাংবাদিক নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সম্পাদক সরোজ দেব, কবি সম্পাদক নুরুল ইসলাম বাদল এবং অচিন্ত্য চয়ন। কবি সম্মেলনের দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন শিবগঞ্জ এমএইচ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবদুল মান্নান। কবি সিকতা কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সাংবাদিক তৌহিদুর রহমান মানিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু এবং সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন। স্বরচিত কবিতা পাঠ পর্বে সভাপতি করেন কবি ও বরেন্দ্র কলেজ, রাজশাহীর অধ্যক্ষ আলমগীর মালেক।
এর আগে ৬ অক্টোবর সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য জননেতা আবদুল মান্নান। বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার, বিশিষ্ট অভিনেতা ও কবি খায়রুল আলম সবুজ, বিটিভির পরিচালক (নিউজ) ও কবি নাসির আহমেদ, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, পশ্চিমবঙ্গ থেকে আগত কবি মলয়চন্দন মুখোপাধ্যায়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। শিশু সংগঠন আবদুল খালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার। বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সুলতান মাহমুদ খান রনি, গল্পকার রফিকুর রশীদ, কবি কামরুল বাহার আরিফ, কবি ভাস্কর চক্রবর্তী, শিশুসাহিত্যিক খন্দকার বজলুর রহিম, কবি সরোজ দেব, কবি জলিল আহমেদ, নাট্যজন তৌফিক হাসান ময়না, সংস্কৃতজন আবু সাইদ সিদ্দিকী, বগুড়া ইয়ুথ কয়ারের সভাপতি আতিকুর রহমান মিঠু, যমুনা টিভির বগুড়া জেলা প্রতিনিধি মেহেরুল সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী সভা শেষে উদ্বোধক ফিতা কেটে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন পর্বে রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যাকাণ্ডে মানবিকতা বিপর্যয়ের কারণে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। দুই দিনের মিলনমেলা শেষ বুকভরা কষ্ট নিয়ে কবিরা ফিরে যান নিজ নিজ গন্তব্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ