প্রেমবিষয়ক ঝামেলা নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে খণ্ড নাটক ‘পেইন’। রাসেল এএম-এর রচনায় নাটকটি পরিচালনা করছেন এলআর সোহেল।
এতে অভিনয় করেছেন তৌসিফ ও তানজিন তিশা।
বর্তমান সময়ের টিনএজার প্রেমিক প্রেমিকা প্রতিনিয়ত একে অপর দ্বারা বিরক্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে, ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে দিন পার করছে। প্রেমিকদের প্রেমিকা দ্বারা কত প্রকার ঝামেলা পোহাতে হয়, সেটাই এ নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।