• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন

সাইফকন্যা সারার মুখে বাংলাদেশি ও রোহিঙ্গা বিদ্বেষ

আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

সবেমাত্র বলিউডে নাম লিখিয়েছেন পতৌদি পরিবারের সন্তান সারা আলী খান। তবে পরিবারের সুবাদে বেশ পরিচিত তিনি।

কেননা সারা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা।

সম্প্রতি মোদির সমর্থনে এবং বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে বেশ সরব হয়েছেন সারা আলী খান।

একের পর এক টুইট করেছেন নবাগত এই নায়িকা।

দেশে অনুপ্রবেশ রোখার পক্ষে টুইটে তিনি লিখেছেন-  দিওয়ালিতে শব্দবাজি বন্ধের পরিবর্তে বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করুন। তার এই টুইটের স্বপক্ষেও মতামত জানিয়ে রিটুইট করতেও বলেন তিনি।

তা ছাড়া নরেন্দ্র মোদিকে সমর্থন জানিয়ে সারা নিজের টুইটার হ্যান্ডেলে  #IAmModi ও  #VoteForChange -এ লিখেছেন- প্রধানমন্ত্রীকে অবমাননার মানে ১২৫ কোটি দেশবাসীর অবমামনা। আপনি যতই অবমাননা করবেন তিনি ততই শক্তিশালী হবেন।

এ কথা লেখার পাশাপাশি যারা মোদিকে সমর্থন করেন, তাদের রিটুইট করতেও বলেন সারা।

তাতে অবশ্য সবাই সারাকে সমর্থন জানিয়েছেন তেমনটি নয়। সেখানে কেউ সারার মতামতের পক্ষে, আবার কেউ বিপক্ষে টুইট করেছেন।

প্রসঙ্গত, দুদিন আগেই মোদির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন কর্নাটকের মন্ত্রী আর রোশন বেগ। এর পরই মোদির সমর্থনে #IAmModi ও #VoteForChange এ ক্যাম্পেইন শুরু করেন নেটিজেনরা। এবার সেই ক্যাম্পেইনেই সামিল হলেন পতৌদি পরিবারের সদস্য, বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলী খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ