• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:

মহাখালীর বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪,

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
ফাইল ছবি

মহাখালীতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে । রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মাসুম (২৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

সোমবার ( ১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন সুমন (৩২) নামের আরও একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, মাসুমের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে ছিলেন।
গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীতে রয়েল পেট্রল পাম্পে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় আটজন দগ্ধ হন। তাদের মধ্যে ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান খায়ের গাজী (৪৪) নামে একজন। গতকাল রোববার রাতে মারা যান সালাউদ্দিন (৩৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ