• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:

ছুটির দিনে মেট্রোরেল ভ্রমণ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বিজয় দিবসের ছুটির দিনে মেট্রোরেল খোলা থাকায় উপচেপড়া ভিড় ছিল যাত্রীদের। স্বপ্নের মেট্রোরেলে চড়তে পরিবার নিয়ে বের হয়েছিলেন যাত্রীরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিলের সব স্টেশনেই ছিল যাত্রীদের ভিড়।

নুজাত অরীন নামে এক যাত্রী মেট্রোরেলে পরিবার নিয়ে ঘোরার উচ্ছ্বাস প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেন, ‘ছুটির দিনে ঢাকা শহরে ঘোরার জায়গা খুবই কম। এজন্য শহরের ভেতরেই আমাদের গৌরবের আর স্বপ্নের মেট্রোরেলে ঘুরতে চলে এলাম বাচ্চা নিয়ে’।

শুধু নুজাত অরীন নয়, মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন আরও অনেক যাত্রী। শারমিন সুলতানা লিখেছেন, পরিবারের ছয় সদস্য নিয়ে মেট্রোরেলে চড়লাম লম্বা লাইনে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদের এমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য।

এমআরটি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কোরবান আলী বলেন, অন্যান্য দিন থেকে আজ বেশি যাত্রী। সবাই ঘোরাঘুরি করছেন। ১০ মিনিট পর ছয়টি কোচ চলছে। এখন পর্যন্ত কোনো ত্রুটি বা যাত্রীর অভিযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ