আগের দিন হোটেলে সতীর্থদের সাথে উদযাপন করেন ২৩তম জন্মদিন। গতকাল সেই উদযাপন আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টেনে আনলেন বাবর আজম। তার দুর্দান্ত শতকেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০১ রানে ৬ উইকেট হারানোর পরও নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৯ রানের চ্যালেঞ্চিং স্কোর গড়েছে পাকিস্তান।
সিরিজের প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাবর। তার মানে একই মাঠে টানা ৫ সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই টপ অর্ডার। সব মিলে ৩৩ ম্যাচ ও ইনিংসে এটি তার সপ্তম শতক। এত কম ইনিংসে ৭ সেঞ্চুরির রেকর্ড নেই আর কারো। ৪১ ইনিংসে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন হাশিম আমলা।
সপ্তম উইকেটে বাবর ও শাদব খান গড়েন ১০৯ রানের জুটি। ক্যারিয়ারের প্রথম ফিফটি করে অপরাজিত থাকেন শাদব ৫২ রানে (৬৮ বলে)। ইনিংসের শেষ ওভারে লং-অনে শ্রীবর্ধনের হাতে ধরা পড়ার আগে ১৩৩ বলে ৬ চারে ১০১ রান করেন বাবর। ৫৭ রানে ৪ উইকেট নেন ডান-হাতি ফাস্ট মিডিয়াম পেসার লাহিরু গমেজ, ৩৪ রানে ২টি থিসারা পেরেরা।