১ নভেম্বর শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে বেশ জোর প্রচারণায় নেমেছে রাজস্ব বোর্ড। সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে চলছে প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে নির্মিত হয়েছে নাটিকা। এটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। জাহিদ হাসান জানান, ‘মানুষকে কর দিতে উৎসাহ করার জন্যই এই নাটিকাটি নির্মিত হচ্ছে। আসন্ন রাজস্ব মেলা উপলক্ষে এটি প্রচার হবে। রাষ্ট্রের স্বার্থে যে কোনো কিছুই করতে ভালো লাগে। নাটিকাটিতে কর দেয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব, এটি জটিল কোনো প্রক্রিয়া নয়, এ বিষয়টি তুলে ধরা হয়েছে। মৌসুমী বলেন, দেশের স্বার্থে এই কাজে অংশ নিচ্ছি, ভাল লাগছে। দেশবাসীকে কর দেয়ায় মনযোগী করার উদ্দেশ্যেই এই প্রচেষ্টা। উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ আট বিভাগীয় শহরে মেলা চলবে সাতদিন। জেলায় শহরে চলবে চারদিন এবং ৮৭ উপজেলায় দুদিন করে চলবে এবারের মেলা। মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেয়ার মাধ্যমে।