• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:

সেরা করদাতা সম্মাননা পেল হা–মীম গ্রুপের ২ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

২০২২–২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে হা–মীম গ্রুপের দুটি প্রতিষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো– রিফাত গার্মেন্টস লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে এ কর কার্ড ও সম্মাননা গ্রহণ করেন রিফাত গার্মেন্টস লিমিটেডের পক্ষে হা-মীম গ্রুপের পরিচালক সাজিদ আজাদ।

টাইমস মিডিয়া লিমিটেডের পক্ষে কর কার্ড গ্রহণ করেন হা-মীম গ্রুপের পরিচালক সাকিব আজাদ। টাইমস মিডিয়ার আওতায় বাংলা দৈনিক ‘সমকাল’ প্রকাশিত হয়।

এবার তৈরি পোশাক ক্যাটাগরিতে রিফাত গার্মেন্টস ছাড়াও ইয়ংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফ্যাশনস, তিতাস স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ, ইউনিভার্সেল জিন্স, নাইস ডেনিম মিলস ও ফকির নীটওয়্যার কর কার্ড পেয়েছে।

এবার ব্যক্তি পর্যায়ে কর কার্ড পেয়েছেন ৭৬ জন। এ ছাড়া কোম্পানি পর্যায়ে ৫৮টি এবং অন্যান্য ক্ষেত্রে ১১টি কর কার্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ