নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর আজ দ্বিতীয়টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। নেলসনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের দুর্দান্ত এক শতকে ২৯১ রান করে অল আউট হয় টাইগাররা।
হেনরি নিকোলসের ৯৫ রানের ইনিংসের সুবাদে ২২ বল হাতে রেখেই ৭ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টম ল্যাথামের দল।
তবে ইয়াং ফেরার পর কিউইদের হয়ে রানের চাকা সচল রেখেছেন নিকোলস। কিউই এই ব্যাটারও আজ সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। নিউজিল্যান্ড যখন জয় থেকে আর ৩২ রান দূরে তখন শরিফুল ইসলামের বল উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে নিকোলস ৯৯ বলে ৮ চার আর ১ ছয়ে করেছেন ৯৫ রান।
নিকোলস ফিরলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি কিউইদের। জয়ের পথে টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে অধিনায়ক লাথাম খেলেছেন ৩৪ রানের ইনিংস, গড়েছেন ৩৬ রানের জুটি। ফলে প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতেও ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় কিউইরা। একই সঙ্গে প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন হাসান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন সৌম্য। আগের ম্যাচে চার বল খেলে শূন্য রানে আউট হওয়ায় এবং বল হাতে বাজে পারফর্ম করায় আজকের ম্যাচে একাদশে সৌম্যকে রাখা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত সৌম্যকে নিয়েই দল সাজায় টিম ম্যানেজম্যান্ট। আর এই সিদ্ধান্ত আজ পুরোপুরি সফল হয়েছে। ক্যারিয়ারের তৃতীয় শতক হাকানোর পাশাপাশি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে এশিয়ান ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন সৌম্য।
তবে দলকে এ চাপ থেকে উদ্ধার করেছে সৌম্য-মুশফিক জুটি। এদুজন মিলে আজ স্কোরবোর্ডে তুলেছেন ৯১ রান। কিউই বোলারদের সামলে দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদেই ম্যাচে ফিরে বাংলাদেশ। তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই জ্যাকব ডাফির বলে আউট হয়ে সাজঘরে ফিরেন মুশফিক। তবে মুশফিক ফিরলেও থামেননি সৌম্য।
সৌম্য আজ শেষ পর্যন্ত থেমেছেন ১৬৯ রান করে একেবারে শেষ ওভারে। তার এই দুর্দান্ত ইনিংসেই অল আউট হওয়ার বাংলাদেশ পায় ২৯১ রানের লড়াকু এক পুঁজি। কিউইদের হয়ে আজ সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি এবং উইলিয়াম ওরুর্কে।