সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে মিডিয়ার পুরণো বন্ধুদের সাথে আড্ডা দেন চিত্রনায়িকা শাবনূর। এই আড্ডা জমে শাবনূরের জন্মদিনকে কেন্দ্র করে। আড্ডার উদ্যোক্তা চিত্রনায়ক অমিত হাসান। শাবনূর ও অমিত হাসান পুরনো বন্ধু।
সেই আড্ডায় যোগ দেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। শাবনূরের সঙ্গেও তার তিন দশকের বন্ধুত্ব। রবি চৌধুরী বলেন, শাবনূরের সঙ্গে ৩০ বছরের সম্পর্ক। সে কতোটা গুণী ও জনপ্রিয় নায়িকা সেটা সবারই জানা। তার সঙ্গে দেখা হয়ে আমাদের পুরনো অনেক স্মৃতি রোমন্থন করি। আড্ডা আর গানে আমাদের সময় কাটে। সেখানে আমরা একে অপরের সাথে ফটোসেশনও করি।
শাবনূর হঠাৎ বললো, চলো আমরা দুজন একটু নায়ক-নায়িকার মতো পোজ দেই। সেভাবেই আমরা ছবি তুলি। খুব সুন্দর সময় কেটেছে আমাদের।