• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

আর্জেন্টিনার ১১ ফুটবলার বছর শেষ করছেন চোট নিয়ে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

আসছে বছর বসতে যাচ্ছে কোপা আমেরিকার মতো মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এমন সময় আর্জেন্টিনা দলে পড়েছে চোটের থাবা। দলের বেশ কয়েকজন বছর শেষ করছেন চোটকে সঙ্গী করেই। তালিকাটা বেশ লম্বা, ১১ জনের।

এই তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনার ফুটবল বিষয়ক অনলাইন দৈনিক মুন্দো আলবাসিলেস্তে। তালিকায় স্প্যানিশ লা লিগার ফুটবলার আছেন তিনজন, পাঁচজন ইংলিশ প্রিমিয়ার লিগের, বাকি তিন ফুটবলার খেলেন ইতালিয়ান সেরি আ’তে।

একনজরে আর্জেন্টিনা ফুটবলারদের চোটের তালিকা (বন্ধনীতে চোটের ধরন):

মার্কোস আকুনা (হিপ), অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার (হাঁটু), পাওলো দিবালা (হ্যামস্ট্রিং), নিকোলাস গনসালেস (হ্যামস্ট্রিং), লাওতারো মার্তিনেস (ঊরুর পেশি), জন ফয়েথ (কাঁধ). এনসো ফের্নান্দেস (হার্নিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (হ্যামস্ট্রিং), লিসান্দ্রো মার্তিনেস (পায়ের পাতা), গুইদো রদ্রিগুয়েস (পায়ের হাড়) ও এমিলিয়ানো বুয়েন্দিয়া (হাঁটু)।

মাঠে সময়টা দারুণ কাটছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। সবশেষ ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে ইতিহাস গড়ে। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে যা ব্রাজিলের প্রথম হার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ