অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মিয়ানমারের সেনাদের অত্যাচারে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
যুক্তরাষ্ট্রে গত রোববার বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণসভায় ইন্টারন্যাশনাল মনিটরিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটির অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মিয়ানমারের কারণে এবার দেশে ফিরেই বাজেট এদিক-ওদিক করতে হবে। মিয়ানমারের ঠেলে দেয়া জনগণের জন্য বাংলাদেশের বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে।
রোহিঙ্গা সংকট মেটাতে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে সহায়তায় এগিয়ে এলেও অর্থমন্ত্রী মনে করেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গার বোঝা সামলানো বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের ধাক্কা।
তিনি বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে অনুদান ও ঋণ দেবে। কিন্তু বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে বাংলাদেশ কেন রোহিঙ্গাদের জন্য টাকা খরচ করবে এ নিয়েও প্রশ্ন ওঠে।