• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে কৃষকদের মাঝে হার্ভেস্টার মেশিন বিতরণ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

ঝালকাঠিতে সরকারি সহায়তায় ৫০ ভাগ ভর্তুকী মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের তিনটি কম্বাইন হার্ভেস্টার মেশিন দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে কৃষকদের হাতে দলিলসহ হার্ভেস্টার মেশিনের চাবি তুলে দেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে হার্ভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য ঝালকাঠি সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের কৃষি কাজে সহায়তার লক্ষ্যে এই কম্বাইন হার্ভেস্টার ধান কাটার মেশিন ৫০ ভাগ ভর্তুকী মূল্যে বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের দাম ৩২ লাখ টাকা হলেও প্রতিটি মেশিনের জন্য ১৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তূকি দিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ