• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

বছরের আলোচিত দুই সিনেমার নায়ক সজল

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

জনপ্রিয় অভিনেতা সজল। একটা সময় ছোটপর্দায় নিয়মিত ছিলেন তিনি। দর্শক তাকে ভালোবেসে ছোটপর্দার ‘লাভার বয়’ বলতেন। তবে এ অভিনেতা এখন টিভি নাটক-ওটিটি এবং সিনেমা সব মাধ্যমেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন। চলতি বছরটা তার জন্য বরাবরই অন্য রকম বলে জানান। এবার সিনেমা ও ওটিটি দুটোতেই তিনি বাজিমাত করেছেন। চলতি বছরের আলোচিত ও প্রশংসিত সিনেমাগুলোর দুটির নায়ক সজল।

সিনেমা দুটি হলো জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ ও হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১:সেই সব দিন’। সজল বলেন, দুটি সিনেমাই দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। অভিনেতা হিসেবে এটা আমাকে বেশ আনন্দ দেয়। একইসঙ্গে ভালো কাজের জন্য উৎসাহিত হই। আমি স্রোতে গা ভাসিয়ে কিছু করতে চাই না। ক্যারিয়ারের শুরু থেকেই ভালোর সঙ্গে থেকেছি। নির্মাতারাও আমাকে নিয়ে সেভাবে ভালো কাজের সঙ্গে থাকার সুযোগ দিয়েছেন। আসছে নতুন বছরেও ভালো কিছু পাবে দর্শক।’

ওটিটিতে সজল অভিনীত ‘দ্য সাইলেন্স’ ও ‘পাফ ড্যাডি’ কনটেন্ট দুটি দারুণ সাড়া ফেলে। নতুন বছরেও একই রকম তাকে ভিন্ন রকম কিছু গল্পের ওটিটি কনটেন্টে দেখা যাবে বলে জানান। চলতি বছর ও আসছে নতুন বছর নিয়ে এ অভিতোর ভাষ্য, চলতি বছর দর্শকের কাছে যে ভালোবাসা পেলাম এটি অবশ্যই ধরে রাখবো। নতুন বছর আমাদের দরজায় কড়া নাড়াচ্ছে। নতুন বছরেও আমার দর্শকদের নিরাশ করতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ