চট্টগ্রাম শহরে সালামের বেড়ে ওঠা। ১৯৯৭ সালে চট্টগ্রামের প্রথমসারির ব্যান্ড ‘জেমিং’-এ যোগ দেন তিনি। প্রায় দুই যুগ ধরে সঙ্গীতের সঙ্গে তার সখ্য। তবে ক্যারিয়ারে এই প্রথম একক অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামটির নাম ‘পৃথিবী’। ৮টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
গানের কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, আহমেদ রাজীব, অটামনালমুন, তরুণ ও সুমন কল্যাণ। গানগুলোর সুর করেছেন পার্থ বড়ুয়া, আহমেদ রাজীব, অটামনালমুন, তরুণ, সুমন কল্যাণ ও ফুয়াদ নাসের বাবু। ঐক্যতানের ব্যানারে প্রকাশিত অ্যালবামটি আয়োজন করেছেন রিয়েল। অ্যালবাম প্রসঙ্গে সালাম বলেন, ‘আমার এই অ্যালবামটিতে গুণীজনদের গান করেছি। প্রতিটি গানই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’ এরইমধ্যে এই অ্যালবামের ৩টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। অন্তর্জালে গানগুলো প্রকাশ পেয়েছে।