ফের হুমকির মুখে পড়ল সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। হুমকি দিয়েছে জয় রাজপুতানা সংঘ। বলা হয়েছে, অনুমতি ছাড়া রাজস্থানে ‘পদ্মাবতী’ মুক্তি পেলে পুড়িয়ে দেওয়া হবে সিনেমা হল। এ ব্যাপারে তারা জানিয়েছেন, রাজ্যের প্রতিটি সিনেমা হলের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে। পাঠানো হয়েছে পোস্টার। যাতে বলা হয়েছে, আগে সংগঠনের প্রতিনিধিদের ছবিটি দেখানো হবে। তারা যদি মনে করেন ছবিতে রাণী পদ্মাবতীর মহিমা ক্ষুণ্ন করা হয়নি, তবেই দীপিকা-শহিদ-রণবীর অভিনীত ছবিটি সাধারণ দর্শকদের দেখানোর অনুমতি মিলবে। আর এ কারণে বেশ আতঙ্কে আছে পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও সিনেমা টিম। তবে এ নিয়ে একদম চিন্তিত নন দীপিকা পাডুকোন।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘একটি সিনেমায় রোমান্টিক দৃশ্য থাকতেই পারে। আর সেকারণে সিনেমা হল পুড়িয়ে দিতে হবে? তবে এই সিনেমায় কোনো রোমান্টিক দৃশ্য নেই। আশা করছি সংঘের নেতারা চলচ্চিত্রটি দেখলে তাদের ধারণা পাল্টে যাবে। এই সিনেমার মাধ্যমে পাল্টে যেতে পারে ভারতীয় চলচ্চিত্রের রেকর্ডও। সবকিছু মিলিয়ে আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।’ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, ইতিহাসকে কোনোভাবে ছবিতে বিকৃত করা হয়নি। আলাউদ্দিন খলজি ও রাণী পদ্মাবতীর মধ্যে কোনো প্রেমের সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়নি।