• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

‘অন্নপূরণি’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে নেটফ্লিক্স।

নয়নতারার সিনেমা সরাল নেটফ্লিক্স, আইনি ঝামেলায় নায়িকাও

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

পুরোহিত কন্যা হয়ে বিরিয়ানি রান্নার আগে নামাজ পড়ছেন দক্ষিণী সিনেমার নায়িকা নয়নতারা- এমন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে তার ‘অন্নপূরণি’ সিনেমায়। আর এ জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে নয়নতারার বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন লিখেছে, এই অভিযোগে কেবল নয়নতারাই নয়, সিনেমার নায়ক, পরিচালক, প্রযোজক, প্রযোজনা সংস্থা ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে মুম্বাইয়ে একটি থানায় এফআইআর করা হয়েছে।

মুম্বাইয়ের একটি থানায় এফআইআর করেছেন ক্ষমতাসীন বিজেপি দলের নেতা রমেশ সোলাঙ্কি।

আর আইনি জটিলতার জেরে ‘অন্নপূরণি’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে নেটফ্লিক্স। এছাড়া প্রযোজনা সংস্থা ‘জি স্টুডিও’ ক্ষমাও চেয়েছে।

গত বছর ১ ডিসেম্বরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নবাগত পরিচালক নীলেশ কৃষ্ণার সিনেমা ‘অন্নপূরণি’। যা ২৯ ডিসেম্বর থেকে দেখা যাচ্ছিল নেটফ্লিক্সের পর্দায়।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। নায়কের চরিত্রে দেখা গিয়েছে তামিল তারকা জয়কে।

সিনেমায় দেখা গেছে ছোটবেলা থেকে শেফ হওয়ার স্বপ্ন দেখে পুরোহিত পরিবারের মেয়ে অন্নপূরণি। সেই তাগিদেই রিয়ালিটি শোয়ে যোগ দেয় মেয়েটি। কিন্তু সিনেমার একটি দৃশ্য নিয়েই সমস্যার সূত্রপাত।

নয়নতারার সিনেমা সরাল নেটফ্লিক্স, আইনি ঝামেলায় নায়িকাও
সেটি হল, বিরিয়ানি রান্না করার আগে নয়নতারাকে নামাজ পড়তে দেখা যায়। কারণ যার কাছ থেকে অন্নপূরণি বিরিয়ানি রান্না শিখেছিল, তিনি নামাজ পরে তবে রান্নায় হাত দিতেন। তাই সেই প্রথা মানছেন নয়নতারা।

এই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন বিজেপি নেতা সোলাঙ্কি।

সোশাল মিডিয়ায় সিনেমার এই অংশের ভিডিও শেয়ার করে তিনি লিখেছে, “হিন্দু পুরোহিতের মেয়ে ‘অন্নপূরণি-অন্নের দেবী’ বিরিয়ানি তৈরির আগে নামাজ পড়ছেন, এটা কি করে হতে পারে?”

এমন সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়াতেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ