• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

৬ বছর আগে অভিনয়, ফারিণের সেই ছবি যাচ্ছে ইরান উৎসবে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
ছবি: সংগৃহীত

টলিউডের সিনেমায় অভিষেক হলেও অভিনেত্রী ফারিণের শুটিং করা প্রথম ছবির নাম ‘ফাতিমা’। ২০১৭ সালে যার শুটিং শুরু হয়। ধ্রুব হাসানের নির্মাণে ছবিটির দীর্ঘ শুটিং-ভ্রমণ শেষ হয় ২০২৩ সালের জুনে। সাত বছরের ভ্রমণে ‘ফাতিমা’র বিভিন্ন চরিত্রে আরও যুক্ত হন ইয়াশ রোহান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকেই।

ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪২তম আসরে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

এই তথ্য নিশ্চিত করে নির্মাতা ধ্রুব হাসান জানান, উৎসবের ইস্টার্ন ভিস্তা বিভাগে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘ফাতিমা’।

আগামী ১ থেকে ১১ ফেব্রুয়ারি তেহরান শহরে শুরু হচ্ছে এই উৎসব। নির্মাতার ভাষ্যে, ‘ছবিটির মূল শক্তি এর গল্প। ছবিটি নিয়ে উৎসবগুলোয় যাওয়ার মূল কারণ অভিজ্ঞতা অর্জন করা। এই অভিজ্ঞতা ধরে আমি সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে কাজ করতে চাই। আর পুরস্কার পেলে তো সেটা বাড়তি প্রাপ্তি।’

এর মধ্যে ‘ফাতিমা’ মুক্তির ছাড়পত্র পেয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। তেহরান থেকে ফিরেই এটি মুক্তির সিদ্ধান্ত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান আউটকাস্ট ফিল্মস।

নির্মাতা ধ্রুব হাসান বলেছেন, ‘প্রথমে এর নাম দিয়েছিলাম ‘দাহকাল’। দুর্ভাগ্যবশত শুটিংয়ের মাঝপথে লগ্নিকারক হুট করে ব্যক্তিগত কারণে হাত গুটিয়ে নেন। ফলে ছবির শুটিং একরকম আটকে যায়। এরপর অনেক কাঠখড় পুড়িয়ে নতুন ভাবনা নিয়ে শুরু করি। জন্ম হয় ‘ফাতিমা’র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ