দুই কোরিয়ার মিলন আর সম্ভব নয় বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এমনকি দক্ষিণ কোরিয়াকে নিজ দেশের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, দুই কোরিয়ার পুনঃএকত্রীকরণ নিয়ে কাজ করা তিনটি সংস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কিম।
১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হলে উত্তর ও দক্ষিণ নামে দুই কোরিয়া বিভক্ত হয়ে যায়। আলাদা হলেও দুই দেশ কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করেনি। ফলে এক অর্থে তারা এখনো যুদ্ধের মধ্যে রয়েছে।
উত্তর কোরিয়ার সংসদে দেওয়া ভাষণে কিম বলেছেন, দেশের সংবিধান পরিবর্তন করে উত্তর কোরিয়ানদের শেখাতে হবে যে দক্ষিণ কোরিয়া প্রাথমিক ও অনিবার্য প্রধান শত্রু।