• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

বিতর্কিত সেই সিনেমার জন্য ক্ষমা চাইলেন নয়নতারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

দক্ষিণী তারকা নয়নতারা অভিনীত সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। গেল বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিলেশ কৃষ্ণা পরিচালিত এই সিনেমাটি সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে বেশ কদিন ধরেই আলোচনায় রয়েছে সিনেমাটি। গত ২৯ ডিসেম্বর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির পর বেশি সংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ায় শুরু হয় বিতর্ক। যেই বিতর্কের মুখেই নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হয় সিনেমাটি।

কিন্তু এরপরও সমালোচনা ও বিতর্ক যেন চলতেই থাকে। কয়েকজন পরিচালক ও অভিনয়শিল্পীরাও সমালোচনা করতে থাকেন সিনেমাটি নিয়ে। বির্তকের মুখে পড়ে সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল লিখিতভাবে। এবার এই অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিলেন সিনেমাটির নাম ভূমিকায় থাকা অভিনেত্রী নয়নতারা।

লিখিতভাবে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেখেন , ‘আমরা একটা ইতিবাচক বার্তা দিতে গিয়ে হয়তো অজান্তেই আপনাদের ভাবাবেগে আঘাত করে ফেলেছি। কিন্তু আমরা ভাবতে পারিনি যে, সেন্সর বোর্ড থেকে ছাড় পাওয়া একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরও ওটিটি প্লাটফর্ম থেকে সরানো হবে। আমি বা আমাদের টিমের কারোরই কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্য ছিল না।

তিনি আরও লিখেছেন, ‘আমরা এ বিষয়ে গুরুত্ব বুঝতে পেরেছি। আমি একজন মানুষ যিনি ঈশ্বরে বিশ্বাসী, প্রায়ই বিভিন্ন মন্দির দর্শনে যাই ও পুজা দেই। এ জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন কিছু আমি কখনোই করব না। তবে যারা এ ঘটনায় আঘাত পেয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।

দক্ষিণী নায়িকা আরও উল্লেখ করেন, ‘দুই দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সবসময় ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি। আর “অন্নপুরাণী” একটি অনুপ্রেরণামূলক সিনেমা। যা কখনোই বিতর্কের জন্য তৈরি করা হয়নি। এটিও ইতিবাচক বার্তা দেয়ার জন্য নির্মাণ করা হয়েছিল।

প্রসঙ্গত, অন্নপুরাণী সিনেমায় দেখানো হয়েছে, হিন্দু বাহ্মণের মেয়ে বিরিয়ানি রান্না করার আগে নামাজ পড়ছে। আর সেই দৃশ্য নিয়েই সমালোচনার ঝড় উঠে। শ্রীরামচন্দ্র বনবাসে থাকার সময় মাংস ভক্ষণ করতেন, এমন সংলাপেও শুরু হয়েছে বিতর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ