• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

পেছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টায় নওয়াজ : বিলওয়াল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
নওয়াজ শরিফ ও বিলওয়াল ভুট্টো জারদারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চতুর্থবারের মতো পেছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিলওয়াল ভুট্টো জারদারি।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) এই নেতা।
রয়টার্সকে বিলওয়াল বলেন, নওয়াজ এমন একটা ধারণা দিচ্ছেন মনে হচ্ছে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের জনগণ ছাড়া অন্য কিছুর ওপর নির্ভর করছেন।

এর আগে পাকিস্তান পিপলস পার্টি থেকে বিলওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার মনোনয়ন পান। যদি দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তিনি হবে তার মা বেনজির ভুট্টোর পর সব চেয়ে কম বয়সী পাকিস্তানি প্রধানমন্ত্রী।

এবার এককভাবে নির্বাচন করছে তার দল। প্রধান প্রতিদ্বন্দ্বী হবে নওয়াজের মুসলিম লীগ। অন্যদিকে ইমরান খানের রাজনৈতিক দল অনেকটাই কোণঠাসা। তাছাড়া নির্বাচনেও অংশ নিতে পারছেন না ইমরান খান।

সূত্র : জিও নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ