• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

বেশিদিন টিকবে না শোয়েব-সানার বিয়ে, জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
ছবি- সংগৃহীত

সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদ। এরপর সানা জাভেদের সঙ্গে পাকিস্তানের তারকা এই ক্রিকেটারের বিয়ে। এই ঘটনার পাঁচ দিন পার হয়ে গেলেও শোয়েব মালিকের নতুন বিয়ে নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার নতুন করে আলোচনায় এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী। সেই জ্যোতিষী জানিয়ে দিয়েছেন শোয়েব-সানাসহ সানিয়া মির্জারও ভবিষ্যৎ।

জ্যোতিষী জগন্নাথ গুরুজি শোয়েব-সানার বিয়ে নিয়ে বলেন, শোয়েব এবং সানার সম্পর্কে আগামী কয়েক বছরে বেশ কিছু জটিলতা থাকবে। তবে সানা আরও অনেক কাজ পাবেন। অন্যদিকে শোয়েবের ক্রিকেট জীবনেও সামনে উন্নতি দেখছেন না জ্যোতিষী।

এদিকে সানিয়া ও শোয়েবের যে বিচ্ছেদ হবে তা এক বছর আগেই জানতেন জ্যোতিষী। সম্পর্কের মাঝে কোনও তৃতীয় ব্যক্তি আসবে বলেও জানিয়েছিলেন তিনি। ২০২২ সালে এই জ্যোতিষী যখন এই জুটিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন, তকন সবাই ভেবেছিল আয়েশা ওমরের সঙ্গে শোয়েবের সম্পর্ক। শেষ পর্যন্ত সানিয়া এবং শোয়েবের বিচ্ছেদ হয় এক তৃতীয় ব্যক্তির কারণেই। তবে তিনি আয়েশা নন, সানা।

সানিয়া মির্জার ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষী জানান, বিচ্ছেদ হলেও সানিয়ার জীবনে আগামী দিনে ইতিবাচক ঘটনাই ঘটবে। বিচ্ছেদের পর সানিয়ার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। দু’-তিন বছর পর সানিয়া আবার কোনও সম্পর্কেও জড়াতে পারেন। তবে সানিয়া আবার বিয়ে করবেন কি না তা স্পষ্ট করে বলেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ