লাহোরের সমাবেশে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী হামজা শেহবাজের দিকে জুতা নিক্ষেপ করেছে পিএমএলএন কর্মী ও তার সমর্থকরা। শনিবার এনএ-১১৮-এ একটি জনসভায় এই ঘটনা ঘটে। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী হামজা নিজ নির্বাচনী এলাকা এনএ-১১৮ পরিদর্শন করছিলেন। এ সময় এক যুবক এসে তার দিকে জুতা নিক্ষেপ করে। তখন মুখ্যমন্ত্রীর সাথে থাকা লোকজন যুবকের উপর ক্ষুব্ধ হয়ে হামলে পড়ে। এ সময় তার জীবন বাঁচাতে স্থানীয়রা পাশের একটি বাড়িতে তাকে নিয়ে যায়। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মার্চ মাসে জামিয়া নাঈমিয়াতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও একই ধরণের জুতা হামলার শিকার হয়। পরে পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছিল। এ ঘটনার সাথে কোনো রাজনৈতিক বা ধর্মীয় দলের সাথে সংশ্লিষ্টতা ছিল কিনা, তা নিয়েও তদন্ত করেছিল।
সূত্র : দি নিউজ