• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

মার্কিন সেনা নিহতের ঘটনায় যা বলল ইরাকি প্রতিরোধ গোষ্ঠী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

জর্ডান-সিরিয়া সীমান্তের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত একটি গোষ্ঠী।

রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় ৩ জন নিহত ও আরও ২৫ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে ইরাকের গোষ্ঠীটি বলেছে, ইরাক ও ওই অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীকে প্রতিহত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইহুদি সরকারের গণহত্যার প্রতিক্রিয়ায়, ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা রবিবার ভোরে ড্রোন দ্বারা আক্রমণ করেছে। এই হামলায় চারটি শত্রু ঘাঁটি, যার মধ্যে তিনটি সিরিয়ায় এবং চতুর্থটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে টার্গেট করা হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের আবাসস্থলে কয়েক ডজন হামলার দায় স্বীকার করেছে এই আমব্রেলা গোষ্ঠীটি।

মার্কিন বাহিনীর ওপর হামলার জবাব দিতে সাম্প্রতিক মাসগুলোতে ইরাক, সিরিয়া ও ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা রবিবারের হামলার জন্য দায়ী গোষ্ঠীটিকে চূড়ান্তভাবে চিহ্নিত করতে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ