• শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

সোফিয়াকে যৌনপল্লিতে নিয়ে যেতেন সাবেক স্বামী!

আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

বলিউডের অন্যতম পরিচিত মডেল, টিভি অনুষ্ঠানের বিতর্কিত শিল্পী এবং চলচ্চিত্রের অভিনয়শিল্পী সোফিয়া হায়াত। যৌন নিপীড়নের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার কাছে এক সাক্ষাৎকার দিয়েছেন এই মডেল।
সেখানে সোফিয়া জানান, একটা সময় ছিল যখন জোর করে সোফিয়াকে যৌনপল্লিতে নিয়ে গিয়েছিলেন তাঁর সাবেক স্বামী। সেখানে স্ত্রীর সামনে যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পুরো ব্যাপারটা তাকে দেখতে বাধ্য করা হয়। বীভৎসতার স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘একসময় মনে হয়েছিল, আমি যেন বিক্রি হয়ে গেছি।’
‘বলিউডে যে নারীরা কাজ করছেন, তাঁদের অনেকেই যৌন হেনস্তার শিকার হচ্ছেন’ সম্প্রতি তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার এই মন্তব্যের পর এখন অনেকেই নিজেদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরছেন।
সোফিয়া হায়াত জানান, তিনি প্রথম যৌন হেনস্তার শিকার হন ১০ বছর বয়সে। শুরুতে যৌন হেনস্তা করেছেন তাঁর চাচা। লোকটি বছর খানেক তাঁর ওপর এই অত্যাচার অব্যাহত রাখেন। এরপর ১৮ বছর বয়সে আবারও পরিবারের আরেক সদস্য তাঁকে যৌন হেনস্তা করে। পরিবার আর তাদের সন্তানদের কথা ভেবে সবকিছু চেপে রাখেন তিনি। ছোট পর্দায় কাজ করতে এসে এখানেও যৌন হেনস্তা থেকে রেহাই পাননি। শুরুতেই এক প্রযোজক মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্তা করেন।
তবে এখন সোফিয়া হায়াত তাঁর সিদ্ধান্ত পাল্টেছেন। নিজের কষ্টের আর ভয়ংকর সেই অভিজ্ঞতাগুলো সামনে নিয়ে আসছেন। সবাইকে অনুরোধ করছেন, ‘কথা বলুন। চুপ করে থাকবেন না। তাতে কোনো লাভ নেই। প্রতিবাদ করুন। এই নোংরা মানুষগুলোর মুখোশ খুলে দিন।’
সংবাদমাধ্যমের মতে, সোফিয়া হায়াত নিজেও সব সময় আপত্তিকর জীবন যাপন করেছেন। নানাভাবে তিনি সংবাদের শিরোনাম হয়েছেন, কখনো ‘মাদার’ হয়ে, খোলামেলা ছবি প্রকাশ করে, আবার কখনো বিয়ের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ