সাত দলের টুর্নামেন্টে গতবার তলানিতে থেকে শেষ করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএল চলতি আসরে টানা তিন ম্যাচ হেরে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবু দলটি ঘুরে দাঁড়ানোর বাণী শুনিয়েছিলেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। কিন্তু ঘুরে দাঁড়ানোর বিপরীতে চট্টগ্রামের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে গতবারের রানার্স আপরা। ফলে ঘরের মাঠে দুই হারের সঙ্গে টানা চার হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান সিলেটের।
সোমবার (২৯ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে ১৩৮ রানের লক্ষ্য দেয় সিলেট। জবাব দিতে নেমে ১৪ বল এবং আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এতে আসরের পাঁচ ম্যাচ খেলে চতুর্থ জয় তুলে নেওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে বন্দরনগরীর দলটি।
সিলেটের দেওয়ার ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে চট্টগ্রামের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও আভিষ্কা ফার্নান্দো। তবে ইনিংস বড় করতে পারেনি আগের ম্যাচে ৯০ উর্ধ্ব ইনিংস খেলা ফার্নান্দো। ১২ বলে ১৭ রান করে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ম্যাচ আউট হন তিনি।
এরপর টম ব্রুসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তামিম। ৩৯ বলে ফিফটি পূরণ করেন এই তরুণ ক্রিকেটার। পরের বলে ক্যাট করতে গিয়ে বোল্ড হন তিনি। অপর প্রান্ত আগলে রেখে ৪১ বলে ফিফটি তুলে নেন ব্রুস।
শেষ পর্যন্ত শাহাদাত হোসেন দিপুর ১১ বলে ১৩ রান এবং টম ব্রুসের ৪৪ বলের অপরাজিত ৫১ রানের ভর করে ১৪ বল এবং আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এতে আসরের চার ম্যাচের প্রতিটিতেই হারল সিলেট। দলটির হয়ে হ্যারি টেক্টর ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।