সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে হামলায় অর্ধশতাধিক লোকের প্রাণ গেছে। খবর আল জাজিরার।
সোমবার স্থানীয় কর্মকর্তারা জানান, সব মিলিয়ে সপ্তাহান্তে আবেই অঞ্চলে মহিলা ও শিশুসহ ৫২ জন মারা গেছেন।সুদান ও দক্ষিণ সুদান উভয়ই তেল-সমৃদ্ধ অঞ্চলটির দাবি করে থাকে।
আবেই অঞ্চলের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানান, দক্ষিণ সুদানের ওয়াররাপ প্রদেশের সশস্ত্র যুবারা শনিবার হামলা চালায়। সীমান্ত সংক্রান্ত বিরোধে ২০২১ সালের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তাবাহিনীর এক শান্তিরক্ষীও নিহত হয়েছেন। বুলিস কোচ বলেন, বর্তমান ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির কারণে আমরা কারফিউ জারি করেছি।