‘সুন্নাত অনুসরনের মধ্যেই প্রকৃত শান্তি। ঘরে ঘরে সুন্নাতি আমল জারি করতে হবে। কাদিয়ানী সম্প্রদায় কাফের। তাদেরকে কাফের পরিচয় নিয়েই থাকতে হবে। সংসদে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে।’
আজ বুধবার (৩১ জানুয়ারি) বাদ জোহর যশোর দারুল আরকাম মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ কওমী কাউন্সিলের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আব্দুস সামাদ ।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, জমিয়াতুল মাদারিসিল কওমীয়া খুলনা (খুলনা বিভাগ কওমী মাদরাসা পরিষদ) এর সহ সভাপতি, যশোর জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান এর সভাপতিত্ব আরও আলোচনা করেন মাওলানা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উবায়দুল্লাহ শাকির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী তাওহীদুর রহমান, মুফতী রফিক শোয়াইব , মুফতী ওয়াহিদুর রহমান, মুফতি দিলাওয়ার হোসাইন,
এছাড়া উপস্থিত ছিলেন মুফতী আজিজুর রহমান, মুফতী সুলতান মাহমুদ প্রমুখ।