• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

অপুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বুবলীর বোন মিমির

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
অপু বিশ্বাস, মিমি ও বুবলী

শাকিব খানকে কেন্দ্র করে অপু-বুবলীর বাগবিতণ্ডা নতুন কিছু নয়। নানা সময়েই আলোচনায় এসেছেন তাঁরা। একে অপরকে ইঙ্গিত করে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে মন্তব্য করেছেন। এবার তাঁদের এই রেশারেশির মাঝে নতুন করে নাম জড়িয়েছে তৃতীয় একজনের।

তিনি বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে তাঁর কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু-ভক্তরাও তাঁকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন।

কিছুদিন পরপরই নাজনীন মিমির হাতে রোস্টিংয়ের কবলে পড়ছেন অপু বিশ্বাস। তাঁকে ইঙ্গিত করে মিমির ভাষ্য, ‘অপু বিশ্বাস তো বুবলীর নাম নিয়ে ভাইরাল হচ্ছে।

এ ছাড়া মিমি প্রকাশ্যে অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ নানা অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। বিষয়টি এখন নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও তাঁরা মানতে পারছেন না মিমিকে।

একসময় শাকিব-অপুর বেশ কিছু সিনেমায় প্লেব্যাকও করেছেন মিমি। মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় সবাই বিবাহিত শাকিব-অপুর সম্পর্কে অবহিত ছিলেন। নেটিজেনরা তাই দাবি করছেন, শাকিব-অপুর বিবাহিত সম্পর্ক না জানার কথা নয় এই গায়িকার। অনেকে প্রশ্ন তুলছেন—জানার পরও বোনকে কেন শাকিব সম্পর্কে সাবধান করেননি মিমি?

আবার বোন হলেই যে প্রকাশ্যে অন্যের সমালোচনা করতে হবে—এমনটাও মানতে পারছেন না নেটিজেনরা। তবে মিমির এসব ভিডিও নিয়ে এখনও মুখ খুলেননি অপু। কোনো প্রকার মন্তব্য করেননি চিত্রনায়িকা শবনম বুবলীও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ