সফরকারী পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে জুনিয়র নারী টাইগাররা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে।
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ৯৬ রানে।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন সামিয়া আফসার ও আরিশা আনসারি। দুজনে যোগ করেন ৭৪ রান। ৫৮ বলে ৪৮ করেন সামিয়া।
দলীয় ৮৯ রানের মাথায় রান আউট হন এই ব্যাটার। ৪১ বল খেলা আরিশা ২৬ রানে ফেরেন রাবেয়া খাতুনের বলে জান্নাতুলের হাতে ক্যাচ দিয়ে। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রাবেয়া। পাকিস্তানের বাকি তিন ব্যাটারই হয়েছেন রান আউট।
৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। তারপরও অধিনায়ক সুমাইয়া আক্তারের ৩৮ এবং আফিয়া আসিমার ১৬ রানে ভর করে ১৮ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ জিতে ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তবে ফাইনালে প্রতিপক্ষ কে হবে, সেটা ছিল অজানা। বুধবার পাকিস্তানকে হারিয়ে সেটিও পেয়ে গেল স্বাগতিকরা।
আজকের ম্যাচে পাকিস্তান জিতলে তাদের সঙ্গেই ফাইনাল খেলতো বাংলাদেশ। তবে পাকিস্তান হেরে যাওয়ায় সুমাইয়া-আফিয়ারা প্রতিপক্ষ হিসেবে পেল শ্রীলঙ্কাকে। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।